অফিস আদালত খুলছে কাল
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস-আদালত খুলছে আগামীকাল মঙ্গলবার। গতকাল রোববার সারা দেশে উদ্যাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে দেশে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটি। তাই, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। সে ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।
এদিকে, আগেও দেখা গেছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়ায় তেমন কর্মব্যস্ততা থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।