অবকাশ শেষে রোববার খুলছে নিম্ন আদালত
সারা দেশের জেলা ও দায়রা জজসহ বিভিন্ন ট্রাইব্যুনাল ১৩ দিনের বার্ষিক অবকাশ শেষে আগামীকাল রোববার থেকে খুলছে।
গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অবকাশ চলে। কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার থাকায় ১৫ দিন ছুটি ভোগ করে নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীরা।
ঢাকা জেলায় অবকাশ চলাকালীন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬-এর বিচারক আল মামুনকে জরুরি মামলা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়। তিনি গত ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করেন। অপরদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে কে এম ইমরুল কায়েশকেই দায়িত্ব দেওয়া হয়েছিলো। তিনি গত ২০, ২১, ২২, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করেন।
প্রতি বছর ডিসেম্বর মাসজুড়ে নিম্ন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে গত বছর ছুটির মেয়াদ কমিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এ ছাড়া অবকাশকালে বিশেষ জজ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যথারীতি চলে।