অবৈধ দখলদারদের আর কোনো নোটিশ নয় : মেয়র আতিক
রাজধানীর গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কল্যাণপুরে নির্মাণ করা হচ্ছে ‘রিটেনশন পন্ড ইকো পার্ক’। এই ইকো পার্কের জন্য জায়গা দিয়েছে ঢাকা ওয়াসা। তবে, সেখানে এখনও জোর করে জায়গা দখল করে রেখেছেন কিছু অবৈধ দখলদার। এসব দখলদারদের আর কোনো নোটিশ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ বুধবার (১০ মে) দুপুরে ইকো পার্ক নির্মাণের চলমান কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘কল্যাণপুর রিটেনশন পন্ড হাইড্রো ইকো পার্ক নির্মাণের লক্ষ্যে আমরা এখানে পূর্ণ খনন কাজ শুরু করেছি। খনন করতে গিয়ে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এখানে থাকা সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। দখলদারদের আমি আর কোনো বৈধ নোটিশ দিবো না। যত বাধাই আসুক, জনগণের সুবিধার জন্য কল্যাণপুরে ইকো পার্ক নির্মাণ করা হবে।’
মেয়র বলেন, ‘ইকো পার্ক আমার বা কারো একার জন্য নয়, এটা পুরো রাজধানীর জন্য। সকল বয়সের মানুষের জন্য। নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ সব প্রকারের মানুষের সুবিধা থাকবে এখানে। এখানে আমরা সিটি ফরেস্ট গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রী হাতিরঝিল প্রকল্প করে দিয়েছেন। কল্যাণপুরে আমরা তেমনি ন্যাচারবেজড ইকো পার্ক নির্মাণ করব।’
আতিকুল ইসলাম জানান, ১৯৮৯ সালে কল্যাণপুর রেগুলেটিং পন্ডের জন্য ওয়াসার ভূমি অধিগ্রহণের প্রস্তাবনার আওতায় ১৭১ একর জমি অধিগ্রহণ করা হয়। তখন অনেককে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে, তখন উচ্ছেদ না করায় এখনও সেখানে ঘরবাড়ি রয়েছে।
অধিগ্রহণের ৫২ একর জমি ঢাকা ওয়াসা উদ্ধার করতে পারেনি জানিয়ে মেয়র বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করছি। অভিযান পরিচালনা করে সব স্থাপনা উচ্ছেদ করা হবে। যারা দাবি করছেন, অধিগ্রহণের টাকা পাননি তারা ডিসি অফিসে যোগাযোগ করুন।’
ডিএনসিসি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে রিটেনশন পন্ড থেকে সালমা আক্তার নামে একজন দখলদার নিজের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যান। আজ পরিদর্শনের সময় ডিএনসিসি মেয়র সালমা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।