অভিনেত্রী শিমু কাউকে না বলে বাসা থেকে বের হয়েছিলেন, দাবি স্বামীর
চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়েছিলেন বলে দাবি করেছেন শিমুর স্বামী সাখাওয়াত আলীম নোবেল। গত রোববার রাতে কলাবাগান থানায় ‘শিমু নিখোঁজ’ মর্মে করা সাধারণ ডায়েরিতে (জিডি) তিনি এ দাবি করেন।
আজ মঙ্গলবার দুপুরে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) এবং জিডির তদন্ত কর্মকর্তা মো. বিপ্লব হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মো. বিপ্লব হোসেন বলেন, ‘‘সাখাওয়াত আলীম নোবেল জিডিতে বলেছেন, ‘গত রোববার আনুমানিক সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় শিমু। তারপর থেকে এখন পর্যন্ত (জিডি করার সময় পর্যন্ত) বাসায় ফেরেনি। তার কোনো খোজ পাওয়া যাচ্ছে না।”
মো. বিপ্লব হোসেন আরও বলেন, ‘শুনেছি শিমুর পরিবার কেরাণীগঞ্জ থানায় মামলা করতে গেছে। যদি সেখানে মামলা না নেয়, তাহলে কলাবাগান থানায় মামলা নেওয়া হবে। আমরাও জিডির বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনা জানার চেষ্টা করছি।’
নিখোঁজের পর গতকাল সোমবার দুপুরে ঢাকার কেরাণীগঞ্জের আলিপুর ব্রিজের নিচে রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।