অর্থ আত্মসাতের মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান কারাগারে
জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি এনটিভ অনলাইনকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আদালতে আসামি আজিজ কায়সার উপস্থিত ছিলেন। তিনি আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অপরদিকে, বাদীপক্ষের আইনজীবী পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
নথি থেকে জানা গেছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট তিনটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এফআইআর হিসেবে রেকর্ডের পর তদন্ত করার নির্দেশ দেন। মামলায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮ ও ৫০৬ ধারার অভিযোগ আনা হয়েছে।