অর্ধযুগ পর ফরিদপুর জেলা আ.লীগের বর্ধিত সভা আজ
দীর্ঘ ছয় বছর পর হতে চলছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। সে উপলক্ষ্যে আজ শনিবার দুপুরে হবে বর্ধিত সভা। আগামী ১২ মে ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে আজ বর্ধিত সভায় অতিথি থাকছেন দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এ নিয়ে কিছুদিন থেকে চলছে তোরজোড়। শহর সাজানো হয়েছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সবুল চন্দ্র সাহা বর্ধিত সভার তথ্য নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগসূত্র বলছে, ফরিদপুর সভাপতি অ্যাডভোকেট সবুল চন্দ্র সাহার সভাপতিত্বে এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ।
জানা গেছে, ২০১৬ সালের ২২ মার্চ জেলার আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত সম্মেলনের সেই কমিটিতে ফরিদপুরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের একক নির্দেশে বিতর্কিত কিছু নেতা স্থান পান। অনেকের দাবি, সেই কমিটিতে যোগ্য স্থান থেকে ছিটকে পড়েন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ। এ নিয়ে নেতাকর্মীদের একাংশের মধ্যে তৈরি হয় ক্ষোভের।
স্থানীয়দের মতে, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের পতনের পর থেকে নির্যাতিত, বঞ্চিত দলের প্রকৃত নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। ফরিদপুরে তিন ধারায় চলছে আওয়ামী লীগের রাজনীতি। তবে তা বিশ্লেষণ করতে রাজি হননি তাঁরা।
এদিকে সম্মেলনকে সামনে রেখে পদপ্রাপ্তির আশায় শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা। যদিও তৃণমূলের নেতাকর্মীরা কমিটিতে চান পরীক্ষিত নেতা।
এবারের কমিটির জন্য সম্ভব্য সভাপতির তালিকায় আলোচনায় আছেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিপুল ঘোষ, বর্তমান সভাপতি অ্যাডভোকেট সবুল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী বর্তমান জেলার বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, জেলা মহিলা সম্পাদিকা আইভি মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জাহিদ ব্যাপারী, বিশিষ্ট সাংবাদিক প্রবীর শিকদার এবং মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথ প্রমুখ।