অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেলেন রুমিন ফারহানা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপি আয়োজিত সভায় যোগ দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সভা শেষে ঢাকায় ফেরার পথে বিএনপির এই নেত্রীর প্রাইভেটকারকে লক্ষ্য করে ধাওয়া করেছে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে, ঘটনাস্থলে পুলিশি তৎপরতায় অল্পের জন্য হামলার হাত থেকে বেঁচে যান তিনি।
আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে আশুগঞ্জ থেকে প্রাইভেটকারে যোগে সরাইল সদরের গরুবাজার এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত সভায় যান রুমিন ফারহানা। এ সময় বিএনপির এই নেত্রী বলেন, ‘হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে বর্তমান সরকার। আমরা ক্ষমতায় এলে সকল লুটপাটের হিসাব নিকাশ নেওয়া হবে।’
সরাইল বিএনপি আয়োজিত সভায় রুমিন ফারহানা আরও বলেন, ‘ক্ষমতাসীন সরকার এ দেশের মানুষের ওপর যে অত্যাচার ও নির্যাতন করেছে তাতে আগামী একশ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।’
এদিকে, রুমিন ফরহানার আগমনের খবর পেয়ে সরাইল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উচালিয়া পাড়া মোড়ে জড়ো হয়। এ সময় স্লোগান দিয়ে পুরো এলাকায় প্রতিবাদ মিছিল করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটির নেতাকর্মীরা। বিএনপি নেত্রীর যানটি উচালিয়া পাড়া মোড়ে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রাইভেটকারটিকে ধাওয়া করেন। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানটিকে নিরাপদে স্থান ত্যাগ করার সুযোগ করে দেন।
সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফ উদ্দিন বলেন, ‘রুমিন ফারহানা সরাইল ও আশুগঞ্জের কেউ নন। তিনি এই এলাকার বহিরাগত। প্রায়শ তিনি এখানে এসে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হন। পাশাপাশি সরাইল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করেছি।’
বিষয়টি নিয়ে সরাইল থানার ডিউটি অফিসার এসআই আলম বলেন, ‘আসলে বিষয়টি ধাওয়া নয়। দুপাশে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিল। পুলিশ তাদেরকে সরিয়ে রুমিন ফারহানার গাড়িটিকে যাওয়ার সুবিধা করে দেয়।’