অস্ত্রসহ ‘ডেঞ্জার গ্রুপ’র পাঁচ সদস্য আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিদেশি পিস্তলসহ ‘ডেঞ্জার গ্রুপ’ নামে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটক কিশোরদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি টেঁটা, চারটি রামদা ও তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং ‘ডেঞ্জার গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।