অস্ত্রসহ সিরাজগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আটক
অস্ত্র, গুলিসহ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জুনায়েদ হোসেন সবুজকে আটক করা হয়।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতে ডিবি পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাতে সদর উপজেলার মুলিবাড়িতে অভিযানে ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন সবুজকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এসআই খোকন চন্দ্র।