অস্ত্র ও মাদকসহ গুটি শামীম গ্রেপ্তার
রাজবাড়ীর সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী শামীম ওরফে গুটি শামীমকে (২০) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ফরিদপুরের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। আজ সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে র্যাব ৮এর অফিসে এক সংবাদ সম্মেলনে শামীমকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
এর আগে একই দিন সকাল ৬টার দিকে রাজবাড়ীর কালুখালী থানা এলাকার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব ৮-এর সিনিয়র এএসপি মো. নাজমুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী ও ফরিদপুর জেলার কুখ্যাত অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।
সিনিয়র এএসপি মো. নাজমুল হক বলেন, ‘কিছুদিন ধরে রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকায় স্থানীয় নিরীহ লোকজনকে হুমকি দিয়ে চাঁদা উত্তোলন করছে কিছু চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। এসব ঘটনা র্পযবক্ষেণ করে, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফট্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং আমার নেতৃত্বে গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়।’
সিনিয়র এএসপি মো. নাজমুল হক আরও বলেন, ‘পরে জানতে পারি ১৫ মে রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী গুটি শামীম ওরফে মাস্তান শামীম (২০) তার নিজ বাড়িতে অস্ত্র ও মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। সেই তথ্যে আজ সকাল ৬টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে গুটি শামীম ওরফে মাস্তান শামীমের হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান, একটি হাতে তৈরি চাইনিজ কুঁড়াল, দুটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়।’
শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনেনিয়মিত মামলা করা হয়েছে। তাঁকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়।