আইনের শাসনের আন্তর্জাতিক সূচকে দুই ধাপ পেছাল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের রুল অব ল ইনডেক্স-২০২১ অনুযায়ী আইনের শাসনের সূচকে পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বৈশ্বিক আইনের শাসনের সূচক প্রকাশ করে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট।
নতুন সূচক থেকে জানা যায়, ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। তবে গত বছরের মার্চে প্রকাশিত সূচকে বাংলাদেশ ১২৮টি দেশের মধ্যে ১২২তম অবস্থানে ছিল। সেই হিসেবে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে।
যে পাঁচটি বিষয়কে আমলে নিয়ে বাংলাদেশের পরিস্থিতির অবনতি হয়েছে বলে তথ্য দিয়েছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, সেগুলো হলো- রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ, ফৌজদারি ও দেওয়ানি বিচার পাওয়ার দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, জননিরাপত্তা ও সরকারি তথ্য প্রকাশ না করা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে নেপাল ৭০তম। এরপরেই শ্রীলঙ্কা ৭৬তম এবং ভারত ৭৯তম। তবে খারাপ অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান। দেশটির অবস্থান ১৩০তম। এ ছাড়া আফগানিস্তানের অবস্থান ১৩৪তম।
তবে সামগ্রিকভাবে আইনের শাসনের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশেরই অবস্থার অবনতি হয়েছে।