আওয়ামী লীগের জাতীয় পরিষদের সভা শনিবার
আগামীকাল শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সভা আহ্বান করা হয়েছে। দলটির ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে এ সভা ডাকা হয়। আগামীকাল সন্ধ্যা ৬টায় গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির কার্যনির্বাহী কমিটির সব সদস্য, প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এবং আওয়ামী লীগ সভাপতি মনোনীত ২১ জন সদস্য নিয়ে জাতীয় কমিটির মোট সদস্য ১৮০ জন।
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ১১টি প্রস্তুতি উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটি এরই মধ্যে একাধিক বৈঠক করেছে। সারা দেশে চলছে তৃণমূলের সম্মেলন। কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।
আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। ওই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়।
এ ছাড়া আগামী জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র তৈরি করা হবে, এর খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হতে পারে। সমসাময়িক রাজনৈতিক বিষয় আলোচনা এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে।