আখাউড়া দিয়ে ফিরলেন নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই ব্যক্তি
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন দুই ব্যক্তি। আজ শুক্রবার দুপুরের দিকে তাঁরা দেশে ফেরেন।
ওই দুই ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী শায়েস্তারা বেগম (৫১) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঝুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে আর সমীর কুমার মজুমদার (৩৩)।
স্বজনদের বরাত দিয়ে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনার মো. জোবায়েদ হোসেন জানান, প্রায় ১৩ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতাল থেকে শায়েস্তারা বেগম ও ২০১৩ সালের ২৪ অক্টোবর নিজ বাড়ি থেকে সমীর কুমার মজুমদার নিখোঁজ হন। দীর্ঘদিন ধরে তাঁরা ভারতের আগরতলার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে মানবাধিকারকর্মী খায়রুল আলমের মাধ্যমে তাঁদের সন্ধান পান পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে তাঁরা মানবপাচারের শিকার হয়ে ভারতে গিয়েছিলেন। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তাঁদের আদালতের নির্দেশে ত্রিপুরা রাজ্যের আগরতলার ওই হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তিনি (সহকারী হাই কমিশনার) আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আলমের কাছে ওই দুজনকে হস্তান্তর করেন। এরপর তাঁদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর নিজ দেশে ফিরে স্বজনদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন শায়েস্তারা ও সমীর। দুজনেই মানবাধিকারকর্মী খায়রুল ও দুদেশের সরকারকে ধন্যবাদ জানান।