আগামী নির্বাচনের ইশতেহার স্মার্ট বাংলাদেশ : প্রধানমন্ত্রী
প্রধাননমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনের ইশতেহার হবে স্মার্ট বাংলাদেশ। এ ছাড়া বাংলাদেশে কোন দারিদ্র থাকবে না, সব মানুষই উন্নত জীবন যাপন করবে।
আজ সোমবার (১৫ মে) বিকেলে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আমরা স্মার্ট হিসাবে গড়ে তুলব।’ তিনি বলেন, ‘আপনারা যখন মোবাইল ফোন যখন ব্যবহার করেন, সেটাইতো স্মার্টনেস। আপনারা তো নিজেই তো স্মার্ট হয়ে গেছেন। এখন তো কৃষক ছবি তোলে, সেন্টারে নিজে ছবি পাঠায়। কখন কী সার ব্যবহার করবেন, কখন কী ব্যবস্থা নেবেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা স্মার্ট বিশেষায়িত লোক আমরা করব এবং সেভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই স্মার্ট বাংলাদেশ।’
এ সময়ে প্রধানমন্ত্রী ক্যাশলেস সোসায়টি বাংলাদেশ নিয়েও বক্তব্য দিয়েছেন। তিনি এ সময় বলেন, ‘বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।