‘আগামী বছর মাথাপিছু জাতীয় আয় হবে ৩০৮৯ ডলার’
আগামী অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘গত বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধির হার ছিল পাঁচ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি হবে সাত দশমিক ২ শতাংশ। আমাদের জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন মার্কিন ডলার।’
বৈঠকের এজেন্ডার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ১৬টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাতটি, নৌপরিবহণ মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, জননিরাপত্তা বিভাগের একটি ও স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাবনা রয়েছে। কমিটির অনুমোদিত ১৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৩৮৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৬৪ টাকা।’
আন্তর্জাতিক মুদ্রাতহবিলের (আইএমএফ) অভিমতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফ সব সময় কনজারবেটিভলি তাদের সংশ্লিষ্টরা সব দেশের জন্যই সেভাবে প্রক্ষেপণ করে। আমরা অবশ্যই অতীতের মতো, আমার বিশ্বাস আমরা যা বলেছি—সেটা অর্জন করতে সক্ষম হবো। আমরা প্রত্যাশা করছি সাত দশমিক ২ শতাংশ, এর বিপরীত আইএমএফ বলছে ছয় দশমিক ৬ শতাংশ আমরা অর্জন করতে সক্ষম হবো।
আগামী বছর আমাদের মাথাপিছু জাতীয় আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলার হবে, সেই বছর আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হবে সাত দশমিক ৫ শতাংশ।