আগামী মাস থেকে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির দিকে যাবে : প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আশা করছি আগামী মাস থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজ শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বেই জ্বালানি পরিস্থিতিকে অস্থিতিশীল করে দিয়েছে। ফলে আমাদের দেশে দাম বাড়াতে হয়েছে। বিশ্ববাজারে দাম কমলে আমরাও জ্বালানি তেলের দাম সমন্বয় করবো।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির অন্যতম খাত হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়েছিলেন। আজ দেশের প্রতিটি মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।