আগুন জ্বালিয়ে প্রকাশ্যে ব্যবসায়ীর আত্মহত্যা : বড় ভাইয়ের মামলা
জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসুর রহমানের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন ও তাঁর স্ত্রী ফাতেমা আমিনকে আসামি করে মামলা করেছেন গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে মামলাটি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা করেছেন ভুক্তভোগীর বড় ভাই। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গাজী আনিস পণ্য সরবরাহ করতেন ওই কোম্পানিতে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করেও টাকা উদ্ধার করতে না পেরে একপর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
উল্লেখ্য, দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া আনিসকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। ৫০ বছর বয়সী গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন।