আগুন নেভাতে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও আসে ফায়ার সার্ভিস
বঙ্গবাজারের আগুন নেভাতে ছুটে আসেন গাজীপুর ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরাও। শুরুতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মীরা যোগ দিলেও ধীরে ধীরে ঢাকার সব স্টেশনের ইউনিটগুলো এতে যোগ দেয়। এর পর আগুন নেভাতে ছুটে আসেন গাজীপুর ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরাও।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও গাজীপুর থেকে একটি ইউনিট বঙ্গবাজারে কাজ করে।
সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর সকাল আটটা বাজতে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস জানায়, তাদের মোট ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।