আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় প্রাণ গেল শ্রমিকের
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতিতে একটি তুলার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জহুরুল তালুকদার (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
মৃত জহুরুল তালুকদার (৭৫) সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতি গ্রামের মৃত ওসমান তালুকদারের ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে হঠাৎ ওই এলাকার ইব্রাহিম হোসেনের মালিকানাধীন তুলার ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কারখানায় কর্মরত শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে শ্রমিক জহুরুল তালুকদারকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক জানান, ওই তুলার কারখানায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘জহুরুল ইসলামের শরীরে আগুনে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন নাই। আগুন নেভাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হতে পারে। মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়েছিল।’