আঘাতের ৪-৬ ঘণ্টার মধ্যে শক্তি হারাবে মোখা, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় মোখা আবহাওয়া আঘাত হানার চার থেকে ছয় ঘণ্টার মধ্যে শক্তি হারাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। আজ শুক্রবার (১২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এদিকে, রাত সাড়ে ৯টার দিকে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সামুদ্রিক সতর্কবার্তায় দেশের তিন সমুদ্রবন্দর ও ১২ উপকূলীয় জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, কক্সবাজার-চট্টগ্রাম উপকূলীয় এলাকায় আট থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।
আজ বিকেলে মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা যেভাবে এগোচ্ছে, তাতে রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূল ও মিয়ানমারের উত্তর-উপকূল দিয়ে এটি অতিক্রম করতে পারে। উপকূলে আঘাত হানার চার থেকে ছয় ঘণ্টার মধ্যে মোখা শক্তি হারাবে।’
আর রাতে সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।