আজও ঢাকা ছাড়ছেন অনেকে, নির্ঝঞ্ঝাট ফিরতি যাত্রা
পবিত্র ঈদুল আজহা উদ্যাপন শেষে রাজধানী ঢাকায় ফেরা মানুষের চাপ এখনও শুরু হয়নি। যাঁরা ঢাকায় ফিরেছেন, তাদের ভাষ্য—ফিরতি যাত্রা ছিল নির্ঝঞ্ঝাট। তবে, রেলপথে প্রচুর মানুষ আজ বুধবারও ঢাকা ছেড়েছেন।
আজ কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে দ্বিধায় পড়তেই হয়ে। সময়টা কি ঈদের আগে না পরে? তবে, কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা ট্রেনগুলোতে যাত্রীর চাপ নেই। ঈদযাত্রার তিক্ত অভিজ্ঞতা অনেক যাত্রীকেই তাড়াতাড়ি ঢাকায় এনেছে।
একই চিত্র ছিল রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। ঈদযাত্রা ও ফিরতি যাত্রার মধ্যে সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হয়েছে যাত্রীদের।
আর, পদ্মা সেতুর বেশ ভালোই প্রভাব দেখে গেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে কোনো চাপই ছিল না এদিন।