আদালতে মিন্নি, রিফাতের মা ও দুই বোনের সাক্ষ্য গ্রহণ আজ
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ বৃহস্পতিবার। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ সাক্ষ্য গ্রহণ করবেন।
দ্বিতীয় দিনে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছেন নিহত রিফাতের মা ডেইজি বেগম, একমাত্র বোন ইসরাত জাহান মৌ ও চাচাতো বোন নুসরাত জাহান অনন্যা। সাক্ষ্য গ্রহণ শেষে তাঁদের জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। এ ছাড়া স্বজনদের সঙ্গে আদালতে হাজির হয়েছেন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
অন্যদিকে অভিযোগ গঠন শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার অপ্রাপ্তবয়স্ক দুই আসামির জামিন মঞ্জুর করেছেন।
এদিকে দুপুর পৌনে ১টায় এ সংবাদ লেখার সময়ও এ মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। জেলা ও দায়রা জজ আদালতে অন্যান্য মামলার কার্যক্রম চলছে।
অন্যদিকে পাঁচ সহযোগীসহ এ মামলার দুই সাক্ষীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ায় অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ শুনানি শেষে এ বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ বিষয়ে রিফাত শরীফ হত্যা মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু বলেন, আজ রিফাত শরীফ হত্যা মামলায় নিহত রিফাতের মা, একমাত্র বোন ও এক চাচাতো বোন আদালতে সাক্ষ্য দেবেন। এ ছাড়া মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে বাদী ও রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে আজ আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।