আন্দোলন করে আ.লীগকে নামানো যাবে না : পানিসম্পদ উপমন্ত্রী
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। গত ১৩ বছর ধরে বিএনপি অনেক আন্দোলনের তারিখ দিয়েছে। কিন্তু, তারা এখনো পর্যন্ত আন্দোলনের নামতে পারেনি।
আজ বুধবার দুপুরে ৪৪৬ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সীগঞ্জের লৌহজং টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম এসব কথা বলেন।
উপমন্ত্রী শামীম বলেন, ‘আন্দোলন কত প্রকার ও কী—একমাত্র আওয়ামী লীগ জানে। বাংলাদেশের মানুষের সব স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে।’
মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার। এসময় বক্তব্য দেন ঢাকা পাউবির প্রধান প্রকৌশলী আব্দুল মতিন, ঢাকা পাউবির-১ এর নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী প্রমুখ।
এরপর উপমন্ত্রী শামীম শরীয়তপুরের নড়িয়ার পদ্মার ডানতীর হতে নওপাড়া ও বামতীর হতে চরআত্রা রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি এবং নওপাড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।