আপাতত বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী
আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। বর্তমানে যেভাবে সীমিত পরিসরে চলছে, সেভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও জানান, কোভিড টিকা নিতে শিক্ষার্থীদের এখন থেকে জন্ম নিবন্ধন সনদ লাগবে না। তারা পরিচয়পত্র দেখিয়েই টিকা নিতে পারবে।
এ ছাড়া শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। চলতি মাসে ১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের কোভিড টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শেষ হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও এক ডোজ টিকাও পায়নি, তারা আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে না। তারা অনলাইনে ক্লাস করবে। তাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অন্তত প্রথম ডোজ টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হবে। তবে, অনূর্ধ্ব ১২ বছর বয়সি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে কোনো বাধা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি।