আপিল নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অভিযোগ সঠিক নয় : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় দুই আসামির আপিল নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়।’
সচিবালয়ে আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘তাদের (আসামিদের) আপিল শুনানি হয়েছে, তাদের জেল যে আপিল ছিল, সেটাও শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পর তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার আছে, তাও দেওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি তা নাকচ করে দেওয়ার পর আসামিদের দণ্ড কার্যকর করা হয়েছে।’
চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে আদালতে অভিযোগ তুলেছেন আসামিপক্ষের আইনজীবী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।