আবু হেনা রনি ও কনস্টেবল জিল্লুর আগের চেয়ে ভালো আছেন : চিকিৎসক
গাজীপুর মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. সামন্ত লাল সেন বলেন, আবু হেনা রনি ও জিল্লুর রহমান আগের চেয়ে ভালো আছেন। খুব বেশি খারাপ এটাও বলা যাবে না। তবে, দগ্ধ রোগী যতদিন পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি না ফিরবেন, ততদিন শঙ্কামুক্ত বলা যাবে না। তারপরও ঘটনার পর থেকে তাঁদের অবস্থা এখন অনেকটাই ভালো এবং তাঁরা যেন আরও দ্রুত সুস্থ হতে পারেন সেজন্য কিছু ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি।
গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছরপূর্তির অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চের পাশে একগুচ্ছ গ্যাসের বেলুন বিস্ফোরণ হয়। সেসময় কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশের চার সদস্য দগ্ধ হন।