আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই : জিএম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তাদের দল দেশে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। তিনি বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। গ্রহণযোগ্য নির্বাচন সমাজে জবাবদিহিতা নিশ্চিত করে।’
গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির ঢাকা উত্তর মহানগর শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জবাবদিহিতা নিশ্চিত হলেই দেশের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়। জবাবদিহিতা নিশ্চিত হলে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনা করতে পারবে। তারা যদি আবারও জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে তবে, নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি পরিবর্তন করতে পারে।’
জিএম কাদের বলেন, ‘দেশে সুশাসন নিশ্চিত করতে আইনের শাসন ও ন্যায়বিচারভিত্তিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’
দেশে ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিএম কাদের বলেন, ‘বৈষম্য দূর করা উচিত। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়েই সংঘটিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। তাই বৈষম্য স্বাধীনতার চেতনার পরিপন্থী।’
জাতীয় পার্টি প্রধান আরও বলেন, ‘দেশে বৈষম্য দিন দিন বাড়ছে। একদল লোক টাকার অভাবে তিনবেলা খেতে পারছে না এবং তাদের সন্তানদের চিকিৎসার খরচ বহন করতে পারছে না। আবার আরেক দল হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে এবং দেশের টাকা বিদেশে পাচার করছে।’
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণ মারাত্মক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে বলে দুঃখ প্রকাশ করে জিএম কাদের বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি পণ্যের দাম বাড়ছে। আবারও ডলারের সংকটের কারণে এলসি খোলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে।’
দেশে চাহিদার তুলনায় কম পণ্য আমদানি হচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘বাজারে প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে হঠাৎ করেই বাড়ছে প্রয়োজনীয় পণ্যের দাম। কাঁচামাল আমদানির সংকটে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় দিন দিন বেকারত্ব বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা কমছে, অন্যদিকে মানুষের আয় বাড়ছে না। তাই দেশের মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে। মনে হয় সাধারণ মানুষের কষ্ট বোঝার কেউ নেই।’