আমরা কখনো শ্রীলঙ্কা হব না : এলজিআরডিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে। আমরা কখনো শ্রীলঙ্কা হব না, ইনশাআল্লাহ।
কুমিল্লা আদালত প্রাঙ্গণে আজ রোববার আইনজীবী সমিতির ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমবায়মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বই এখন আতঙ্কিত সময় পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশর কোনো একক ভূমিকা নেই। সারা পৃথিবীর বিভিন্ন দেশ একই সমস্যা মোকাবিলা করছে।’
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আহছান উল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউ্দ্দিন বাহার, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, সিটি মেয়র আরফানুল হক রিফাত, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।