আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার লালমনিরহাট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘চলমান সংকটের সময়ে বিশ্ব অর্থনীতি টালমাটাল। দেশে দেশে খাদ্যশস্যসহ অন্যন্য জরুরি পণ্যের ঘাটতি দেখা দিচ্ছে। দেশের খাদ্য চহিদা মেটাতে কোনো জমি অনাবাদি রাখা যাবে না।’
মন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্ভাবনী কৌশল প্রয়োগের জন্য সরকারি দপ্তর বা সংস্থাকে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান।