আমলারা গদগদ হয়ে সরকারের গুনগান করছেন : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমলাদেরকে বলা হয় একটি রাষ্ট্রের স্টীল ফ্রেম। সেই স্টীল ফ্রেম আজকে দেখছি একেবারে গদগদ হয়ে গুনগান করছেন একটি অবৈধ সরকারের।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ রোববার বিকেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘শুনেছি যে ওনার এক্সটেনশন হয়েছে। আবার পরবর্তীতে এক্সটেনশন নেওয়ার জন্যই কি এ কথাগুলো বলেছেন? আমলাদেরকে বলা হয় একটি রাষ্ট্রের স্টীল ফ্রেম। সেই স্টীল ফ্রেম আজকে দেখছি একেবারে গদগদ হয়ে গুনগান করছেন একটি অবৈধ সরকারের। আর সেটি করতে গিয়ে সভ্যতা, সুরুচি, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে কথা বলছেন। পুলিশের একজন বড় কর্মকর্তার মুখ থেকে যদি এমন কথা বের হয়। তাহলে এটা কত বড় ন্যক্কারজনক হতে পারে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘একটি রাষ্ট্রের চরিত্র কেমন, তার চেহারা কেমন? এটা যদি আপনারা বুঝতে চান। তাহলে দেখতে হবে ওই রাষ্ট্রের কর্মকর্তারা কেমন? তাদের বৈশিষ্ট কেমন? এটা দেখলেই রাষ্ট্রের চরিত্রটা বোঝা যায়। আজকে দেখুন, বাংলাদেশের কর্মকর্তাদের কথাবার্তা। তাদের আচার-আচরণেই বুঝতে পারবেন এই রাষ্ট্র কি ভয়ঙ্কর রাষ্ট্র।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের একজন কর্মকর্তা যে কথা বলেছেন, গতকাল এটা আমার কাছে মনে হয়েছে, এই রাষ্ট্র আর রাষ্ট্র নেই। এই রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। যেখানে তার নিরপেক্ষ থাকার কথা, চুপচাপ থাকার কথা।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘এটা হাছান মাহমুদ, ওবায়দুল কাদের বললে এক কথা ছিল। এই কমিশনার তো বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েও চাকরি করেছেন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন যা করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। গুম, খুনের শিকার পরিবারের সদস্যদেরকে সহায়তা করছে। গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তার নির্দেশে মহামারি করোনাকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন যা করেছে তা দৃষ্টান্তমূলক। আসলে রাজনীতি হওয়া উচিত মানবকল্যাণে। সেটাই করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।’