‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে গুচ্ছ কমিটি গঠন
শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে গুচ্ছভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ বুধবার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির দ্বিতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমার গ্রাম-আমার শহর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দর্শন। এ দর্শন বাস্তবায়নের জন্য যেসব মন্ত্রণালয়ের কাজের ধরনের মিল আছে সেগুলোর জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প প্রয়োজন। এসব কমিটি ঘন ঘন সভা করে নিজেদের মধ্যে আলোচনা করে প্রকল্প গ্রহণ ও পরে করণীয় ঠিক করবে এবং সিদ্ধান্তগুলো কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতির কাছে উপস্থাপন করবে।’
মো. তাজুল ইসলাম বলেন, গ্রামে শহরের সুযোগ-সুবিধা দিতে হলে সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় এরইমধ্যে গ্রামে উন্নত নাগরিক সেবা পৌঁছে দিতে কাজ করছে। ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের পাশাপাশি আর কী কী প্রকল্প নিতে হবে গুচ্ছ কমিটি তা নির্ধারণ করবে। এর ফলে ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নে কাজে গতি আসবে।
এ সময় মন্ত্রী জানান, ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে ১৫টি গ্রামকে পাইলটিং হিসেবে নিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি কারিগরি প্রকল্প তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের অপেক্ষায় আছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, বর্তমান সরকার সবসময়ই গ্রামীণ উন্নয়নকে প্রাধান্য দিয়ে আসছে। তারই বাস্তব দর্শন হলো ‘আমার গ্রাম-আমার শহর’। বিভিন্ন উপকমিটি বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। আমাদের এরই মধ্যে দুই বছর অতিবাহিত হয়ে গেছে বাকি সময়ের মধ্যে আশা করি ‘আমার গ্রাম-আমার শহর’ উদ্যোগটি দৃশ্যমান হবে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, এলজিইডি ও ডিপিএইচইর প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।