আমেরিকায় ইয়াবা পাচার, প্রবাসী জামিন পাননি
আমেরিকাতে ইয়াবা পাচারের অভিযোগে আমেরিকাপ্রবাসী মো. আতাউল করিম ওরফে আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদন আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল হক।
মামলায় বলা হয়, আমেরিকায় পাঠানোর জন্য হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ডাকঘরে একটি পার্সেল পোস্ট করা হয়। ওই পার্সেল গত ২১ মে পরীক্ষা করা হয়। দেখা যায়, তাতে এক হাজার ৪৪৬ ইয়াবা রয়েছে। এ ঘটনায় মহিউদ্দিনসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই একটি মামলা হয়।
এরপর গ্রেপ্তার করা আসামিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ কাফরুল থেকে আমেরিকাপ্রবাসী মো. আতাউল করিম ওরফে আলমগীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে তিনি কারাবন্দি। এ মামলা হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন আলমগীর। তবে হাইকোর্ট জামিন দিতে রাজি হননি।