আয়কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন
আয়কর ফাঁকির মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ রোববার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক মো. আখতারুজ্জামান এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৪ মে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। এর ফলে, মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
দুলুর আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত জানিয়েছেন। এই আইনজীবী জানান, আজ সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন দুলু। এরপর তার পক্ষে আইনজীবী মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।
নথি থেকে জানা গেছে, কর ফাঁকির অভিযোগে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর-কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট দুই কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এ ছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে তিনি আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন।