আরএমপির প্রায় ১ হাজার পুলিশ সদস্যকে বদলি
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) প্রায় এক হাজার সদস্যকে বদলি করা হয়েছে। সম্প্রতি বদলি হওয়াদের মধ্যে ২৫০ জন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) এবং ট্রাফিক সহকারী উপপ্রধানমন্ত্রী (এটিএসআই) আছেন। এ ছাড়া প্রায় ৭০০ জন কনস্টেবল রয়েছেন।
সাম্প্রতিক সময়ে পুলিশের একটি ইউনিটে প্রায় একই সময়ে এত বেশি বদলির নজির আগে দেখা যায়নি।
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কমরুজ্জামান এনটিভি অনলাইনকে বদলির বিষয়টি জানান।
মো. কমরুজ্জামান বলেন, ‘আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক সেখানে যোগ দেওয়ার পর থেকে কিছু পরিবর্তন আনতে কাজ করছেন। এ বদলি, আমাদের নিয়মিত কাজের অংশ। এ বদলির আওতায় প্রায় এক হাজার পুলিশ সদস্য রয়েছেন।’
এ বদলি আজ-কালই একসঙ্গে করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. কমরুজ্জামান বলেন, ‘কয়েক দিনের কমপাইলেশন এটা। তাঁদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।’
এ ব্যাপারে আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের (অ্যাডমিন) মুঠোফোনে কল করা হলে, তিনি পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করতে বলেন।
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক আরএমপির একটি সূত্র বলছে, আরএমপি থেকে যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে মহানগরীর ১২টি থানায় কর্মরত আছেন। তাঁদের কারও কারও বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
সূত্রটি আরও বলছে, পুলিশের এসব কর্মকাণ্ডে বিব্রত আরএমপি, পড়েছে ইমেজ সংকটে। ফলে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এ বদলির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চাচ্ছেন পুরো আরএমপিকে ঢেলে সাজাতে। সেজন্য বদলির আগে অভিযোগ আসা বিভিন্ন পুলিশ সদস্যের বিরুদ্ধে গোপনে তদন্তও করতে নির্দেশ দেন তিনি।
সূত্রটি আরও বলছে, যাঁরা নগরীর ১২টি থানায় কর্মরত ছিলেন, তাঁদের দেওয়া হয়েছে সীমান্তবর্তী থানাগুলোতে। আবার দূরবর্তী থানাগুলোর সদস্যদের দেওয়া হয়েছে শহরের থানাগুলোতে।