আরএমপির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আজ শুক্রবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রদক্ষিণ করে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ডিআইজি আবদুল আলীম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।