আরাভকে ফেরাতে ইউএইয়ের সঙ্গে যোগাযোগ করেছে সরকার
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ফেরত আনার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যোগাযোগ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানিয়েছেন।
সেহেলি বলেন, ‘আরাভ খানকে প্রত্যর্পণ করার জন্য প্রয়োজনীয় কাগজ সত্যায়ন করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।’
জানা যায়, পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরাভ খান ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে আছেন। সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফায় সোনার দোকান চালু করে আলোচনায় আসেন তিনি।