আর্জেন্টিনার সমর্থকদের হাতি নিয়ে শোভাযাত্রা
কয়েকঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের ফাইনাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে উন্মাদনা। ফ্রান্সের সঙ্গে রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্ন এলাকায় করছে নানা আয়োজন। পাবনায় হয়েছে হাতি নিয়ে শোভাযাত্রা।
পছন্দের দলকে শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রায় হাতি ছাড়াও ছিল মোটরসাইকেল, প্রাইভটেকার।
আজ রোববার বিকেলে পাবনার সরকারি এডওর্য়াড কলজে ক্যাম্পাস থেকে এই বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলেজের ফটক থেকে বের হয়ে শহরের বড় ব্রিজ, আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে। আর্জেন্টিনার শতাধিক সমর্থক দলের জার্সি পরে এতে অংশ নেয়। ছিল বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকাও।
হাকিম মোর্শেদ বলেন, ‘এই বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ। আমরা আশা করি, কাপটি মেসির হাতে উঠবে। তা ছাড়া দলটি এবার দারুণ নৈপুণ্য দেখিয়েছে।’
শোভাযাত্রার অন্যতম আয়োজক রাফিউল ইসলাম বলেন, ‘২০১৪ সালে ফাইনালে প্রিয় দলটি উঠেছিল, গতবারও ভালো খেলে বাদ পড়েছে। আর এবার ফাইনাল। এতে আমরা আনন্দিত। মেসির শেষ বিশ্বকাপ নিয়ে আমরা আশাবাদী।’