আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্ব সাধারণের শুভেচ্ছা বার্তা
রংপুরের ছদ্মপুষ্করিনী এলাকা থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন ১০ জনের বেশি নারী ফুটবলার। তবে, তাদের ছিল না সুযোগ-সুবিধা, ছিল না খেলার মাঠও। বিষয়টি নজরে আসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দশ খেলোয়াড়কে ১০ লাখ অনুদান ও একটি আধুনিক খেলার মাঠ করে দেন বঙ্গবন্ধুকন্যা। এমন বহু কাজের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২০ মে দলের ভ্যারিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা বার্তা আহ্বান করা হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বে দলের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও সুপারিশ চাওয়া হয়। আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ভিডিও প্রদান করা হয়। এরমধ্যে কিছু ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশও করা হয়েছে।
রংপুরের ছদ্মপুষ্করিনী মিনি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে এএফসি মহিলা ফুটবল দলের কোচ মো. মিলন মিয়া বলেন, আমি এমন একটি স্থাপনার সামনে দাঁড়িয়ে’, যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উপহার। রংপুরের ছদ্মপুস্কনীর নারী ফুটবলারদের জন্য একটি মিনি স্টেডিয়াম। এটি পাওয়ায় এখানকার আপামর জনতা, ক্রীড়া প্রেমী, ক্রীড়া মোদি ও সকল স্তরের ক্রীড়াঙ্গনের মানুষ খুশি। এখান থেকে ১০-১২ জন নারী ফুটবলার বিভিন্ন বয়স ভিত্তিকে জাতীয় দলে খেলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার ছয় জন নারী ফুটবলারকে নগদ ১০ লাখ টাকা দেন ও এই এলাকাটিকে পরিবর্তন করে দিয়েছেন। এটি ইতিহাসে বিরল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা ও দলের জন্য শুভকামনা। সেইসঙ্গে আশা করছি আমরা চাই এই সরকার আবারও ক্ষমতায় আসুক এবং বাংলার ক্রীড়াঙ্গনে উন্নয়ন করুক যেন বিশ্ব ক্রীড়াঙ্গনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।’
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী শাহাব উদ্দীন শিহাব বলেন, ‘দক্ষিণ অঞ্চলের ৬০ লাখ মানুষের প্রাণের দাবী ছিল পটুয়াখালীতে একটা মেডিকেল কলেজ স্থাপন। এরই পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি জেলার কলাপাড়ার এক জনসভায় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পটুয়াখালী মেডিকেল কলেজ করার ঘোষণা দেন। পরবর্তী অনুমোদনের ধারাবাহিকতায় দেশের ২৪তম মেডিকেল কলেজ হিসেবে পটুয়াখালী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। এতে এই অঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসা নিতে আর জেলার বাইরে যেতে হয় না।’
রংপুর সদরর ইউডিসির নারী উদ্যোক্তা মোসাম্মদ দিলরুবা বলেন, ‘একজন নারী উদ্যোক্তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কারণ, উনি যে বাংলাদেশকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছিলেন তার বাতিঘর হচ্ছে ইউডিসি। গ্রামীণ যে দরিদ্র মহিলারা আছে। এখানে কাজ করে তাদের হাতের কাজ থেকে শুরু করে নকশি কাঁথাসহ এ ধরণের অনেক কাজ আছে। সেই কাজগুলো ছবি তুলি। তারপর ১০১ প্ল্যাটফর্মে পাঠাই। ওখানে ছবি দেখার পর গ্রাহকেরা পছন্দ করে তাদের ইচ্ছা মতো ক্রয় করতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আগামীতে যেনো সরকার গঠন করে উনাকেই আবার পাশে পাই। এই উদ্যোগে যেনো উনি আরো সফলতা লাভ করতে পারে।’
এমন অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে যা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশ করেছে দলটির ওয়েব টিম।