আ.লীগের সভায় সংসদ সদস্য ও মেয়র গ্রুপের সংঘর্ষ, আহত ৭
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ অফিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়েন্ত্রনে আনে।
জানা গেছে, আগামী ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিল সফলের উদ্দেশে আজ দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা শুরু হয়। সভায় চেয়ারে বসা নিয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও মেয়র মাসুদুল হকের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটে। মুহূর্তেই সভা পণ্ড হয়ে যায়। পরে বাইরে বেরিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক বলেন, ‘বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে তাঁর অনুসারীরা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান ও মারপিট শুরু করেন। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।’
অপরেদিকে, সংসদ সদস্য ছোট মনির বলেন, ‘তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা অসত্য। নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য বাবলুর কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ালী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। আর যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তার আহ্বান জানিয়েছি।’