আ.লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে : টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগের দুর্নীতির কারণেই আজ দেশের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের আয়ের মধ্যে সামঞ্জস্য করে রাখতে পারছে না।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় এক সমাবেশে টুকু এসব কথ বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। চাল, ডাল, জ্বালানি তেল ও পরিবহণ ভাড়াসহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে দলটি এ সমাবেশ ডাকে দল।
সমাবেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দ্রব্যমূল্য জনগণের নাগালের বাইরে চলে গেছে। চারদিকে শুধু হাহাকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ তাদের খাবারের তালিকা পরিবর্তন করেছে। আওয়ামী লীগের দুর্নীতির কারণেই আজ দেশের মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তাদের আয়ের মধ্যে সামঞ্জস্য করে রাখতে পারছে না।’
‘আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না’ উল্লেখ করে টুকু বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগণের পাশে থাকতে চাই।...আমরা ভোটের আগে মানুষের দ্বারে দ্বারে যাই, আশ্বাস দেই, ভোট চাই। আর আওয়ামী লীগ সরকার ভোটের আগে ভারত যায়, যুক্তরাজ্যে যায়, যুক্তরাষ্ট্রে যায়। তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, তারা সেই চেষ্টা করে। প্রত্যেকবার ২০১৪ সাল হবে না, ২০১৮ সাল হবে না। ২০২৩ সালে আমরা গণতন্ত্রকে উদ্ধার করব।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান রতন, তাবিথ আউয়াল, নাজিম উদ্দিন আলম, ইয়াছিন আলী প্রমুখ।