আ.লীগ দেশের সব অপকর্মের সাথে জড়িত : রিজভী
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সব অপকর্মের সাথে জড়িত মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা কঠিন দুঃসময় পার করছি। অনেকেই নিজেদের মতো ঘোরাঘুরি করতে পারেন। দাদার বাড়ি মামার বাড়ি বেড়াতে যান। কিন্তু যারা বিএনপি করি, তাদের স্বাভাবিক জীবন যাপনের অধিকার নেই। কারণ আমরা শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী মনে করি।
রাজধানীর নয়াপল্টনে শনিবার বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, আমরা অন্যদের মতো মামার বাড়িতেও যেতে পারি না, নিজের বাড়িতে যেতে পারি না। যার প্রমাণ শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি হলে তার কপালে জুটলো লাল দালানের ঘর। সরকার আমাদের দলের নেতাকর্মীদের রমজান মাসেও গ্রেপ্তার করেছে।
ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি আবু তাহের পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ মো. নজরুল ইসলাম তালুকদার, তাঁতী দলের সদস্য সচিব মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শুক্কুর পাটোয়ারীসহ ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম রাজা সহ দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।