আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, খাগড়াছড়িতে ১৪৪ ধারা
খাগড়াছড়িতে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুজ্জামান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ শনিবার (৮ এপ্রিল) সকার ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
আজ খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন জমিতে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। একই স্থানে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা পাল্টা শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। রাত পর্যন্ত ঐ মাঠে স্বেচ্ছাসেবক দলের মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করলেও সকাল ৮টায় পুলিশ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এদিকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে কোনো মূল্যে খাগড়াছড়িতে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের ইফতার মাহফিল সফল করার ঘোষণা দেওয়া হয়েছে। যদিও বিকল্প ভেন্যুতে চলছে প্রস্তুতি। শনিবার দুপুর ১২টার দিকে ভাঙ্গাব্রিজ ও কলাবাগান এলাকায় গিয়ে দেখা গেছে, মঞ্চ তৈরিসহ রাস্তাজুড়ে চেয়ার-টেবিল বসানো হচ্ছে।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম জানান, প্রয়োজনে ১৪৪ ধারা ভেঙে হলেও তারা ইফতার মাহফিল করবেন। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। বিভাগসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
শুক্রবার বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়, ইফতার মাহফিলের জন্য খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, কলেজ মাঠ, কেন্দ্রীয় ঈদ গা মাঠ, আউটার স্টেডিয়াম ও বিসিক শিল্পনগরীসহ ৫টি মাঠ চেয়ে আবেদন করলেও অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে ব্যক্তি মালিকানাধীন জায়গায় প্যান্ডেল তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করলে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা পাল্টা শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করে। ইফতার মাহফিলে বাধা দিলে ১২ ও ১৩ এপ্রিল বৈসাবি উৎসবের দিনে সড়ক অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।