‘আলোকিত আমলা’র আয়োজনে ঈদ আনন্দ আলাপন ও কৃতি সংবর্ধনা
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা-সদরপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আলোকিত আমলা’র আয়োজনে ঈদ আনন্দ আলাপন ও কৃতি সংবর্ধনা হয়েছে। আজ বুধবার সকালে আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামারুল আরেফিন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মো. মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গাফফার, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী শেফালী আরেফিন, মো. এনামুল হোসেন, আ. স. ম. পারভেজ, জাতীয় সাঁতার প্রশিক্ষক মো. আমিরুল ইসলাম, কুষ্টিয়া প্রকাশনের সম্পাদক রাব্বুল ইসলাম খান, ছড়াকার হাসান টুটুল, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক ও আলোকিত আমলার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী পরিচালক মো. মারফত আলী, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি ও আলোকিত আমলার অন্যতম সংগঠক কাঞ্চন কুমার, শোয়াইব আনসারি টুটুল, আশাদুল হক মিল্টন, আমিরুল ইসলাম, সাইফুজ্জামান হীরা, আব্দুর রাজ্জাক রাজা, শামিম রেজা, কামরুজ্জামান রাজু, জাহিদুল ইসলাম মিল্টন, মো. ফরিদ উদ্দিন, হাফিজ-আল-আসাদ সোহাগ, রতন, মাসুম, সুফিয়ান, তুহিন, আশিক, ইমরান, জিনারুল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিসিএস ক্যাডার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃতি সাঁতারু, মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ১২ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় পেশাজীবীরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। অতিথি ও বক্তারা তাদের আলোচনায় আলোকিত আমলার সার্বিক কার্যক্রমকে স্বাগত জানান। অনুষ্ঠানে ভিডিওচিত্রের মাধ্যমে সংগঠনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।