‘আল্লাহর কাছে শুকরিয়া, দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, জনগণের সহযোগিতায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি করতে পেরেছি।’
প্রধানমন্ত্রী আজ বুধবার বেলা ১১টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। এ সেতু নির্মাণের জন্য ১৯৯৬ সালে জাপান সরকারকে আমি প্রথম আহ্বান জানাই। ওই সময় রূপসা সেতুর কথাও বলেছিলাম। কিন্তু, পদ্মায় সবচেয়ে বেশি স্রোত ছিল। তাই, নদী শাসন করতে জাপান সরকারকে আহ্বান জানাই।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা। জনগণ পাশে না থাকলে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো না। ব্যক্তিগত স্বার্থের জন্য একজন বিশিষ্ট ব্যক্তি ষড়যন্ত্র করে বিশ্বব্যাংকের চুক্তি বাতিলে সহায়তা করেছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা এসে কাজ এগিয়ে না নিয়ে বরং বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল। এরপর আমরা ক্ষমতায় আসার পর এডিবির অর্থায়নে কাজ করার জন্য চুক্তি করি। কিন্তু, একজন লোক ব্যাংকের এমডি পদের জন্য বিশেষত ষড়যন্ত্র শুরু করে। একপর্যায়ে বিশ্বব্যাংক অর্থ দিতে অস্বীকার করে। দুদক তদন্ত করে দেখে কোনো দুর্নীতি অনিয়ম পায়নি। অথচ বিশ্বব্যাংক প্রতিনিধি ওই সময় দেশে এসে বিশেষ ব্যক্তির সঙ্গে বৈঠক করে৷ পরে দুর্নীতির অভিযোগ এনে টাকা দিতে অস্বীকার করেন। তবে, আমরা দমে থাকিনি। বার বার ব্যয় বাড়াতে হয়েছে, কারণ নকশা পরিবর্তন করতে হয়েছে। ভূমি অধিগ্রহণে আমরা অনেক টাকা ব্যয় করেছি। কারণ ভূমি মালিকদের তিনগুন টাকা প্রদান করছি। এ ছাড়া ট্রেন চলাচলের জন্য কনকিংক্রিটের পরিবর্তে স্টীল স্প্যান দিয়ে তৈরি করেছি। আল্লাহর কাছে শুকরিয়া, জনগণের সহযোগিতায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি করতে পেরেছি।’