আল জাজিরার প্রতিবেদন : চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন' শিরোনামে প্রতিবেদন প্রচারের ঘটনায় সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে।
আজ বুধবার মামলার আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আইনজীবী আবদুল মালেক। আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়। মামলায় যাদের আসামি করা হয়েছে তাঁরা হলেন- কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ডিরেক্টর জেনারেল ও প্রধান সম্পাদক মোস্তেফা স্যোয়াগ, হাঙ্গেরিপ্রবাসী বাংলাদেশি সায়ের জুলকারনাইন সামি, সুইডেনপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক তাসমিম খলিল ও ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।
আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। এরপর এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএসপিআর ও পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। একে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনের মাধ্যমে দেশ ও সরকারবিরোধী নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও সেনাপ্রধানসহ সরকারি দলের নেতারা উল্লেখ করেছেন। আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে রিট হয়েছে। সেই রিটের ওপর ছয় অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) তাদের মতামত দিয়েছেন।