আল জাজিরার প্রতিবেদন সাংবাদিকতার নীতি পরিপন্থি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আল জাজিরা টেলিভিশন বাংলাদেশ নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে তা সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না। এটি দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার পুলিশ প্লাজায় মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এই প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমার সীমান্ত দিয়ে আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমরা নজরদারি বাড়িয়েছি।’
গত সোমবার “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।