আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান মুফতি শহিদুল আর নেই
আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহিদুল ইসলাম (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মানিকগঞ্জে মারা যান।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিষয় এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান মামুন। তিনি বলেন, 'শহিদুল ইসলাম নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন।'
আব্দুর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদরে মুফতি শহিদুল ইসলামের শ্বশুরবাড়ি। সেখানে তিনি দুটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। গত বুধবার তিনি সেখানে যান। গতকাল সন্ধ্যায়ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে মারা যান।'
আব্দুর রহমান বলেন, 'সর্বশেষ গত দুই বছরে তিনি একাধিকবার মাইনর স্ট্রোক করেছিলেন। মস্তিষ্কের সমস্যা ছিল। এ ছাড়া তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। বলা যেতে পারে, তিনি বার্ধক্যজনিত রোগে মারা গেছেন।'
আব্দুর রহমান আরও বলেন, 'সকালে রাজধানীর মোহাম্মদপুরে আল মারকাজুল ইসলামীর প্রধান কার্যালয়ে তার মরদেহ আনা হয়েছে। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা হবে। তারপর কেরানীগঞ্জের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা প্রঙ্গণে দাফন করা হবে।’
করোনা শুরুর পর থেকে আল মারকাজুল ইসলামী এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি করোনায় মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২০ জনের মতো মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করে থাকে।