‘আশা করি যুদ্ধ শেষ হবে’, ইউক্রেন-রাশিয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দেওয়ায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আপনারা বেশি বেশি চিন্তা করছেন। আমরা আশা করি যে, যুদ্ধ শেষ হবে এবং আমাদের যে কর্মপরিকল্পনা চলছে, সেগুলো ঠিকমতো চলবে। একটু একটু ধাক্কা খাবে, কিন্তু আমরা সামলে নেব।’
রাজধানীর মিন্টো রোডে আজ শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘যুদ্ধ বন্ধে এবং যুদ্ধকালে ইউক্রেনবাসী যেন মানবিক সহায়তা পায় সেজন্য ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।’ এ ইস্যুতে কোনো চাপ এলেও তা সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘একাত্তরে নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের উচিত দোষীদের শাস্তি দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া।’