আশুগঞ্জের বিদ্যুতের তার চুরির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আশুগঞ্জের আলম নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সরাইল উপজেলার বড়ই বাড়ি মধ্যপাড়ার রফিকুল ইসলাম ও মোস্তাকিম (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. রানা মিয়া (২৩)। তিনি বর্তমানে সোনারামপুর বাদশাবাড়ির মোড় চম্পা গেরেজের ভাড়াটিয়া। এবং নাসির নগর উপজেলার বাঙ্গালগাঁও গোয়াল নগরের পিচ্চি নজরুল।
তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম বাটার, প্লাস, হেস্কু ব্লেডসহ আরও দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরি করার জন্য প্রস্তুতির কথা স্বীকার করেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা ঠিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সর্বদা সচেষ্ট আছি। কেউ যাতে অপরাধ সংঘটিত করতে না পারে, তার জন্য পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিদ্যুতের তার চুরির দায়ে মামলা করেছে।