আশুগঞ্জে চালের কুঁড়ার গোডাউনে অগ্নিকাণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগরে একটি চালের কুঁড়ার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গোডাউনের মালিক মোহাম্মদ আলমগীরের।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার জানান, গতকাল দিবাগত রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে উপজেলার আলমনগর এলাকায় আলমগীর হোসেনের কুঁড়ার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে কুঁড়ার গোডাউনে থাকা অন্তত তিন লাখ টাকার চালের কুঁড়া পুড়ে ছাই হয়ে গেছে।
রঞ্জিত কুমার আরও জানান, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে না পৌঁছালে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যেত। ফায়ার সার্ভিসের সহযোগিতায় স্থানীয় লোকজন অন্তত পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।
এ বিষয়ে পুড়ে যাওয়া গোডাউনের মালিক মোহাম্মদ আলমগীর বলেন, ‘এই গোডাউনে আমার ১০ লাখ টাকার চালের কুঁড়া ছিল। এটি পড়ে যাওয়ায় আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। আমি এখন কী করব, বুঝতে পারছি না। আমি এ বিষয়ে সরকারের সহযোগিতা চাই।’